চীনা নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে পরিচালিত অভিযান স্থগিত করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অনুরোধ করেছে মালয়েশিয়ার চায়নিজ কমিউনিটি (এমসিসি)।
গত সোমবার শুরু হওয়া এ অভিযানে ২৫৫ বাংলাদেশিসহ সহস্রাধিক অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ। অভিযানে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মায়ানমার ও থাইল্যান্ডের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে আটক করা হয়।
আগামী ৩০ জানুয়ারি চীনা নববর্ষ। এ উপলক্ষে মালয়েশিয়ায় দু’দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়ার ব্যবসা-বাণিজ্যের সিংহভাগই সে দেশের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ এ চায়নিজ কমিউনিটির নিয়ন্ত্রণে।
বুধবার রাজধানী কুয়ালালামপুর থেকে শাহ আলম শহরে যাওয়ার পথে বিভিন্ন স্থানে যাত্রীদের তল্লাশি করতে দেখা গেছে। তল্লাশির সময় যে সব শ্রমিক বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি তাদের ধরে নিয়ে যায় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। ৩০ কিলোমিটারের এ যাত্রাপথে মালয়েশিয়ার পুলিশকে ১০০ জনের মতো বিদেশিকে আটক করতে দেখা গেছে। তবে বুধবারের অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ঠিক কত তা জানাতে পারে নি বাংলাদেশ দূতাবাস।