রিয়াদে বাংলাদেশিসহ এক হাজার ৩৫০ জন বিদেশী অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বা পরিচয় জানা যায়নি।
রিয়াদের গভর্নর প্রিন্স খালিদ বিন বন্দর ও রাজধানীর ডেপুটি গভর্নর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ২৭ জন তালিকাভুক্ত সন্দেহভাজন।
গতকাল মঙ্গলবার অবৈধ অভিবাসীদের আটক করতে শহরের রেইল স্ট্রিটে পুলিশের এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ইয়েমেন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাগরিক।
সৌদি আরবে বেশ কিছুদিন ধরেই এমন অভিযান চলছে। এর আগে শহরের থুলাইমি ও আমাল জেলায় অভিযানে ৭৫০ জন গ্রেফতার হয়।
সূত্র: আরব নিউজ