দুই দফায় একটি ‘মানি ট্রান্সফার এজেন্সির’ তিন লাখ ৪০ হাজার পাউন্ড ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশীসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে বৃটেনের আদালত।
লন্ডনের ওল্ড বেইলি আদালতের বিচারক টিমোথি পন্টিয়াস বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।
বাংলাদেশী দুই আসামি হলেন সেতু মিয়া (৩২) ও আকবর হোসেন (৪০)। রায়ে সেতুকে ১২ বছর, আকবরকে ৬ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার শুনানিতে বলা হয়, পূর্ব লন্ডনের বারাকাহ মানি ট্রান্সফার এজেন্সির কর্মীদের ওপর নিয়মিত নজর রেখে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ওই ডাকাতির ঘটনা ঘটানো হয়। ১৯৬৯ সালের সাড়া জাগানো চলচ্চিত্র দি ইটালিয়ান জবের অনুকরণে ডাকাতি শেষে দুটো ছোট গাড়িতে করে পালিয়ে যায় আসামিরা।
এবার পুরো ঘটনাটি একটি ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে এবং তার ভিত্তিতে বিভিন্ন সময়ে আসামিদের গ্রেফতার করে লন্ডন পুলিশ।