বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ গত শনিবার রাতে দুবাইস্থ কেজিএন হোটেল হল রুম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল মামুন সরকার।
তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুব ভাল করেই জানি। আজকের দিনে যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে নানা তালবাহানা শুরু করেছে তাদের কথায় বিভ্রান্ত হবেন না। এসময় তিনি স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে স্মৃতিচারণ করেন।
সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু অনুকুল রামের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব রাদিতুল্লাহ বাহারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বাবু রাখাল কুমার গোপ, দুবাই আওয়ামীলীগের সভাপতি মাজহার উল্লাহ মিয়া, সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ খুরশেদ আলম, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, শারজাহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোরবান আলী, উম আল কুয়াইন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাসানুল হক চেৌধুরী।
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল খান, বেলায়েত হোসাইন, মোহাম্মদ সাহাব উদ্দিন, এম ইউনুছ চৌধুরী ইমু, সমর সাহা, হেজাজ উদ্দিন, মো. রাসেল প্রমুখ।