তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আমেরিকার ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় রোববার সকালে ওয়াশিংটন ডিসির সিটি সেন্টারে অবস্থিত ‘ওয়েস্টিন ওয়াশিংটন’ হোটেলে অর্থমন্ত্রীর স্যুটে এ বৈঠক হয়। আধা ঘণ্টাব্যাপী এ বৈঠকের সময় তাদের পাশে আর কেউ ছিলেন না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এ তথ্য জানান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকেই আমেরিকার ম্যারিল্যান্ড স্টেটের পটোম্যাক সিটিতে পরিবার নিয়ে বাস করছেন ফখরুদ্দীন। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন তিনি।