কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ ১৪২১ উদযাপন করেছে। গত ১৮ এপ্রিল শুক্রবার স্থানীয় আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্কে এক বৈশাখী মেলার মধ্য দিয়ে বাংলার সংস্কৃতি, পান্তা ইলিশ, হরেক রকমের ভর্তা ও পিঠা-পুলির অফুরন্ত আয়োজন, দিনব্যাপী বাংলা ঐতিহ্যের বিভিন্ন খেলাধূলা, নাচ-গান যেন মরুদেশে প্রবাসীদের মনে দেশীয় স্বাদের আনন্দে প্রাণ খুলে মেতে ওঠে।
মেলা কমিটির আহ্বায়ক বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এম এ জলিল, ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুলুর সার্বিক পরিচালনায় মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি। সেই সময় উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচি বিগ্রেডিয়ার নাসিমুল গণি, প্রথম সচিব (শ্রম) কে এম আলী । হাজার হাজার প্রবাসি ও কুয়েতি অতিথি এই মেলার আনন্দে যোগদেন। ওইদিন কুয়েতের রেডিও চ্যানেলে সর্বপ্রথম বাংলা সম্প্রচারের উদ্বোধন করেন রাষ্ট্রদূত।