কুয়েত সিটির একটি হোটেলে গত ২৫ এপ্রিল শুক্রবার বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রীয় কমিটি কুয়েত-এর উদ্যোগে "প্রবাসে স্বদেশ অন্বেষা" শীর্ষক আলোচনা সভা ও কুয়েত প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকদের সম্মানার্থে এক নৈশভোজের আয়োজন করে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা নূরুল আলমের সভাপতিত্বে এবং একেএম শামসুদ্দোহার সঞ্চালনায় প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মূল বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া প্রবাসী কবিদের কবিতা আবৃত্তি ও কণ্ঠশিল্পীদের সংগীত পরিবেশন অনুষ্ঠানটিকে সার্বিকভাবে প্রাণবন্ত করে তোলে।