যথাযথ মর্যাদায় কুয়েতে মহান মে দিবস পালন করেছে জাতীয় শ্রমিক লীগ। দিবসটি উপলক্ষে কুয়েত শাখা শ্রমিক লীগ একটি আলোচনা সভার আয়োজন করে।
১ মে রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে জাতীয় শ্রমিক লীগ কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ হানিফ মিয়ার সভাপতিত্বে সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শুকুর মাহমুদ ও নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি কুয়েত আওয়ামী লীগ এর সভাপতি মো. ফয়েজ কামাল এবং আবদুল খালেক, সৈনিক লীগ কুয়েত শাখার সভাপতি ইমাম উদ্দিন বাদল, জাতীয় শ্রমিক লীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মো. কামালসহ কুয়েত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মহান মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
বক্তারা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ শিল্প, শ্রমিক এবং দেশ বাঁচানোর জন্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।