সংযুক্ত আরব আমিরাতে শারজা নগরীর আবু শাগারার একটি গাড়ি পলিশিং দোকানে গতকাল মঙ্গলবার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশিসহ তিনজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে মৃত দুই বাংলাদেশির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মৃত অপর ব্যক্তি মিশরীয় নাগরিক।
জানা গেছে, কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই ওই কর্মীরা তাদের দৈনন্দিন কাজ করছিলেন। গাড়ি পলিশ করার কাজে ব্যবহৃত গ্যাস হঠাৎ করে ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিক তিনজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাদেরকে সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে আল কুয়েতি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।