বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যকে নব প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরার প্রয়াসে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের এগ হারবার টাউনশিপে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে বুধবার রাত ৮টায় এ বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হয়।
এগ হারবার টাউনশিপের ২১০ ফেনটন এভিনিউতে বসবাসরত রিপাব্লিকান অ্যালাইয়ান্স অব নিউ জার্সির সভাপতি সামসুদ্দিন মাহমুদের বাসভবনে এ বৈশাখী আড্ডার আয়োজন করা হয়। আড্ডার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বাংলা গান পরিবেশন ও নৈশভোজ। নৈশভোজে বাংলার হরেক রকম মুখরোচক ভর্তা, পান্তা ইলিশ, মোগলাই খাবার, পিঠা-পুলির আয়োজন ছিল।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আড্ডায় অংশ নেয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ানও এ আড্ডায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শরীক হন।