ক্যান্সারের আশঙ্কা করছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ইতোমধ্যে নিউইয়র্কের একটি হাসপাতালে তার বায়োপসি করা হয়েছে। আগামীকাল সেই বায়োপসির রিপোর্ট দেওয়ার কথা। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে তসলিমা বলেন, কয়েকদিন ধরে কিছুটা কাশি হওয়ায় গত ৬ মে হাসপাতালে যাই। সেখানে ফুসফুস পরীক্ষার পর স্তনও পরীক্ষা করা হয়। পরীক্ষায় এক ইঞ্চি ব্যাসের একটি টিউমার ধরা পড়ে স্তনে। আজ যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে তা দেখেই চিকিত্সা শুরু হবে। এ নিয়ে কিছুটা শঙ্কিতও আমি। বলতে পারেন দুশ্চিন্তায় আছি।