এই প্রথম বারের মতো ইতালির ভিসেন্সাতে পৌর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিন বাংলাদেশি। প্রার্থীদের নির্বাচনী প্রচারনাও চলছে বেশ। আগামী ২৫ মে ইতালির ভিসেন্সার মন্তেক্কিও মাজ্জরে সিটি করর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ভিসেন্সার ভোটারদের মধ্যে চলছে আনন্দ ও উদ্দিপনা। কারন এই প্রথম বারের মত বাংলাদেশী ৩জন কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করতে যাচ্ছে।
এই নির্বাচনে ফরছা ইতালিয়া, লেগা নর্দ, মোন্তেক্কিও বেসকিন ও মিলেনা চেক্কাতো- এই চারটি দল একত্রিত হয়ে মেয়র পদে নির্বাচন করছেন বর্তমান মেয়র মিসেস মিলেনা সিক্কেএতো। তার প্যানেলে কাউন্সেলর পদে রয়েছে ১৬ জন। এর মধ্যে একমাত্র বাংলাদেশি কাউন্সিলর পদে রয়েছেন শরিয়তপুর জেলার নজরুল ইসলাম।
অপর দিকে ইতালির প্রধান বিরোধী দল পারতিতো ডেমোক্রাতিকো (পিডি) হতে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক মেয়র মাওরোচ্ছিও কালাব্রিন। তার প্যানেলে মোট ১৬জন কাউন্সিলরের মধ্যে একমাত্র বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী সিলেট জেলার মোহাম্মদ ওয়ালী মিয়া।
ভিসেন্সার মন্তেক্কিও মাজ্জরে সিটি করর্পোরেশন এর মোট ভোটার সংখ্যা ১৬ হাজার। এর মধ্যে বিভিন্ন দেশ হতে আসা ইতালিয়ান পাসপোর্টধারী ভোটার সংখ্যা পাঁচশ'য়ের মধ্যে। প্রায় ১০৫ জন ভোটার রয়েছেন বাংলাদেশি। সরকারী ও প্রধান বিরোধী দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলনে তাদের প্রতিশ্রুতি ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশিরা আশা করে তাদের প্রার্থীরা জয়ী হয়ে ইতালিতে বাংলাদেশিদের মুখ উজ্জল করবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।