তিউনিশিয়ার কোস্টগার্ড অবৈধভাবে জাহাজে করে ইতালি যাওয়ার পথে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
তারা সবাই লিবিয়াতে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। লিবিয়া থেকে জাহাজে করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর পার হওয়ার সময় গত ৪ জুন তিউনিশিয়া সমুদ্রসীমা থেকে তাদের আটক করে তিউনিশিয়া কোস্টগার্ড।
এ বিষয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী সোমবার বলেন, 'তিউনিশিয়ার কোস্টগার্ড মোট ২৬৯ জন বিভিন্ন দেশের নাগরিককে আটক করে। এদের তিউনিসিয়ার একটি দ্বীপে আটক রাখা হয়েছে। এর মধ্যে অন্তত ৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এদের সংখ্যা ৬০ জনও হতে পারে।
কিবরিয়া সোমবার তিউনিসিয়ায় গিয়ে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে লিবিয়ায় ফিরেছেন।
তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে, ভালো কাজের আশায় দালালদের প্ররোচনায় তারা অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সমুদ্রপথে ইতালি যাচ্ছিলেন তারা।'
আহসান কিবরিয়া জানান, 'তিউনিশিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস না থাকলেও লিবিয়ার দূতাবাসের মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে।'