আজ বৃহস্পতিবার দিনগত রাতে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে বরাত। বিশেষ পূণ্যলাভের উদ্দেশ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমান তাৎপর্যপূর্ণ এ রাতে ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।
লাইলাতুল বরাত এক মহিমান্বিত রজনী। হিজরি ১৪ শাবান দিনগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের সংগঠনগুলোর উদ্যোগে সন্ধ্যার পর থেকে মসজিদ, রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।