পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( এডিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হলেও কোরাম পূর্ণ না হওয়ায় চেম্বার এই ভোট বাতিল করে দেয়। পূর্বেই চেম্বারের ওয়েব সাইটে একটি ঘোষণায় জানানো হয়, কোন কারণে ভোট বাতিল হলে পুনঃ নির্বাচন হবে ২৬ জুন। সে অনুযায়ী বৃহস্পতিবারের ভোট বাতিল হওয়ায় আবুধাবী চেম্বারের কর্মকর্তাদের সম্মতিতে ফের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় আগামী ২৬ জুন।
জানা গেছে, গত দু’বারের নির্বাচনেও কোরাম পূর্ণ না হওয়ায় নির্দ্দিষ্ট তারিখের ভোট বাতিল করে ফের পূর্ণ নির্বাচন হয়েছিলো। তারই ধারাবাহিকতায় এবারের নির্বাচনে একি ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছিল এডিসিসিআই। গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য নূন্যতম ২৩,৫০০ ভোটারের ভোট গ্রহণের লক্ষ্য মাত্রা থাকলেও ভোটাদের কম উপস্থিতি ও শতকরা ২৫ ভাগ ভোট না পড়ায় নির্ধারিত কোরাম পূর্ণ হয়নি। যার প্রেক্ষিতে এবারও ভোট বাতিল করে পুনঃ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।
নির্বাচনে অংশ নেয়া একমাত্র বাংলাদেশি প্রার্থী মোহাম্মদ ইউসুফ শরীফ টিপু বৃহস্পতিবার নির্বাচন পরবর্তী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘১২ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা থাকলেও পাকিস্তানী ও ভারতীয়রা ২৬ জুন এর জন্য কম্পেইন করছে দেখে কিছুটা সন্দেহ তৈরী হলে আমরা সিনিয়রদের নিয়ে মিটিং করি। সেখানে জানলাম গত দুই বারের অবস্থা। সে অভিজ্ঞতার আলোকে গতকাল থেকে আমরাও ২৬ জুনের জন্য নতুন ভাবে কম্পেইন শুরু করি। আমাদের লক্ষ্য অর্জনের জন্য সকল প্রবাসীদের সহযোগিতা পাবো বলেই আশা করছি।’
উল্লেখ্য, আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এডিসিসিআই) নির্বাচনে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রার্থীতা নিয়ে লড়ছেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার মোহাম্মদ ইউসুফ শরীফ টিটু।