সংযুক্ত আরব আমিরাতের আজমান সানাইয়া এলাকায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে বাংলাদেশি প্রায় ২ কোটি টাকার মালামালসহ পুড়ে গেছে প্রতিষ্ঠানে কর্মরত ৫৫ শ্রমিকের পাসপোর্ট। এর মধ্যে ২৫টি পাসপোর্ট বাংলাদেশি শ্রমিকের, বাকিগুলো পাকিস্তানি।
জানা গেছে, আজমান হাসপাতালের পাশে একটি সোফার গোডাউনে রাত আনুমানিক ৮টা ৪৫মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্যান্য মালামালের সাথে পুড়ে গেছে ওই প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের নগদ অর্থসহ দেশে ফেরার উদ্দেশ্যে ক্রয়কৃত সোনা-গয়না ও মূল্যবান জিনিস পত্র।
পুড়ে যাওয়া গোডাউনের পাশ্ববর্তি কোম্পানিতে কর্মরত আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জানান, ‘ আমি পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের কর্মরত বাংলাদেশিদের সাথে আলাপ করে জেনেছি, আগুনে প্রতিষ্ঠানটির মালামালসহ প্রতিষ্ঠানে কর্মরত ৫৫ জন শ্রমিকের পাসপোর্টও পুড়ে গেছে। এদের মধ্যে ২৫ জন বাংলাদেশি শ্রমিক পাসপোর্ট ও বাকিগুলো পাকিস্তানী। অনেক শ্রমিক বাড়ি যাবার জন্য স্বর্ণ অলঙ্কার ও মাল পত্র কিনেছিলেন, আগুনে সেসব জিনিস পত্রও পুড়ে গেছে। ’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান বলেন, ‘এ ধরণের ঘটনা আমাদের জন্য দুঃখজনক। সহানুভূতি জানানো ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তবে ওখানকার কেউ এখনো পর্যন্ত বিষয়টি আমাদের অবহিত করেনি। বিস্তারিত না জানায় আমি বেশি কিছু বলতে পারছি না, তবে শ্রমিকদের পাসপোর্ট পুড়ে গেলে তারা সাধারণ ডায়েরী করে আইনী প্রক্রিয়ায় আমাদের কাছে এলে আমরা আবার নতুন পাসপোর্টের ব্যবস্থা করতে পারবো।’