'নয় সিটি কর্পোরেশনের আওতার বাইরে যে কোন জায়গায় বিনিয়োগ করলে কর মওকুফ থাকবে সাত বছর। এ সুযোগ দেশের বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসীরাও ভোগ করতে পারবে।' দেশে আরো অধিক বিনিয়োগে উত্সাহিত করে দুবাই সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রবাসীদের এ আশ্বাস দেন।
রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত ‘ বিজনেস নেটওয়ার্কিং মিটিং’ এ আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মাসুদুর রহমান, কমার্শিয়াল কাউন্সিলর ড. মাহমুদ-উল-হক, প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানসহ কন্স্যুলেটের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, ‘ আমিরাতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক প্রসার বাড়াতে আমি কিছুদিন পর আবার দুবাই আসবো। তখন এখানকার চেম্বারের সাথে বৈঠককে মিলিত হবো।’
ভিসা সংক্রান্ত ব্যাপারে মন্ত্রী জানান, ‘ এক্সপো-২০২০ জন্য দুবাইয়ে অনেক শ্রমিক প্রয়োজন। এ সুযোগটা আমরাও গ্রহণ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টম্বর নাগাদ আমিরাত সফরে আসতে পারেন। তিনি আসলে দুবাই ও আবুধাবীর রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে করবেন। আশা করছি ওই বৈঠকের মাধ্যমে ভিসা সমস্যা সমাধান হবে। ’
বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ে অনুষ্ঠিত উক্ত সভায় ব্যবয়াসীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাছির, আইয়ুব আলী বাবুল, মোহাম্মদ রাজা মল্লিক, নুর মোহাম্মদ, মোহাম্মদ হারুন প্রমুখ। এসময় সাংবাদিক ও রাজনৈতিক নেতাও উপস্থিত ছিলেন।