বিশ্ব জুড়ে এখন ফিফা বিশ্বকাপ মাতন। এ জ্বরে আক্রান্ত সারা দুনিয়ার অগণিত ফুটবল ভক্ত। একই হাওয়া বাংলাদেশের উপর দিয়ে যেমন বয়ে যাচ্ছে তেমনি প্রবাসীরাও ফুটবলকে কেন্দ্রে করে করছেন নানা আয়োজন। প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা হাতে চোখ রাখছেন টিভির পর্দায়। দেখছেন রাত জেগে প্রিয় খেলোয়াড়ের পায়ের কারুকাজ। গোল-গোল প্রতিধ্বনি আর টান টান উত্তেজনায় কাটছে নির্ধারিত সময় ঘন্টা। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার ও চাকুরীজীবি কেউ যেন বাদ নেই এই তালিকায়। কর্মব্যস্ততরা ফাঁকে ছোট-বড় হোটেল রেস্তোরাঁ আর বাসা-বাড়িতে স্ব স্ব পছন্দের দল নিয়ে মাতামাতি আর আড্ডায় ব্যস্ত খেলাপ্রেমী প্রবাসীরা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ইতালি সহ প্রথম সারির সব ফুটবল দলের ভক্তরা ব্যক্ত করছেন নিজেদের পছন্দের দল নিয়ে আশা-প্রত্যাশার কথা।
গতকাল রবিবার তিনটি খেলার মধ্যে একটি ছিলো আর্জেন্টিনা-বসনিয়ার খেলা। খেলা শুরুর পূর্বে নিজেদের পছন্দের দল নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাব দুবাইয়ের সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী জানান, আর্জেন্টিনার খেলা খুব উপভোগ করি। ম্যারাডোনার খেলা দেখেই ছোটবেলা থেকে আর্জেন্টিনা প্রিয় দলের তালিকায়। বর্তমানে আছে মেসি। অন্যরাও ভাল খেলোয়াড়। যদিও কর্মব্যস্ততায় এখন খেলা দেখার সুযোগ হয় না। তবুও বিশ্বকাপ ফুটবল বলে কথা তাই মিস করতেও চাই না।
ক্যাপ্টেন আহাদ বলেন, মেসি বর্তমানে বিশ্ব সেরা। মেসির খেলা দেখে যে কেউ ভক্ত হবে আর্জেন্টিনার। ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছি এখনও তার ভিন্নতা নয়।
সন্ধ্যার পর থেকে আরব আমিরাতের শারজাহ'র হুদাবিয়া রেস্টেুরেন্ট এর হল রুমে বাড়তে থাকে ফুটবল প্রেমীদের ভিড়। আর্জেন্টিনার ভক্তদের বাড়ে উত্তেজনা। পিছিয়ে ছিলো না আর্জেন্টিনার মহিলা ভক্তরা। আকাশি-সাদা জার্সি গায়ে শিশুরাও উপস্থিত হয় পরিবারের সাথে। অপেক্ষা শুরু হয় আরব আমিরাত সময় রাত ২টার। প্রতীক্ষার পর প্রতিপক্ষ বসনিয়ার সাথে মাঠে নামে মেসি বাহিনী। খেলা শুরুর প্রথম তিন মিনিটে মেসির করা ফ্রি-কিক মার্কোস রোহা'র মাথা হয়ে বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে থেকে যখল জালে প্রবেশ করে তখনই ভক্তদের উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হল রুমে। যদিও বাকি সময় আশানুরূপ খেলা উপহার দিতে পারিনি আর্জেন্টিনা। তবুও মেসির করা দ্বিতীয় গোলের ব্যবধান ও নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে জয়ে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় আকাশি-সাদা জার্সি পরিহিত মেসি ভক্তরা।
উল্লেখ্য, শুধু আর্জেন্টিনার ভক্তরাই নয়, বিশ্বকাপ উপলক্ষে রাত জেগে খেলা দেখছেন প্রবাসীরা। পছন্দের দলের খেলোয়াড়দের নিয়ে আলাপ আলোচনায় পার করছেন অবসর সময়।