গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা। কিছুদিন আগে তার হার্টে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকে তিনি বাসায় সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের নিউ হ্যাম্প জেনারেল হসপিটালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আমিনুল হক বাদশার মাইল্ড স্ট্রোক ও ফুসফুসে কিছুটা পানি জমেছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।