রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জনবল সংকটের কথা বলে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের সময় মতো মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিতে পারছেনা।
অথচ সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশির অনতিবিলম্বে এমআরপি গ্রহণের জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাস ২৭ মে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ বিজ্ঞপ্তি প্রকাশের পর এমআরপির আবেদনকারীর সংখ্যা অস্বাভাবিকহারে বাড়তে থাকে। অভিযোগ পাওয়া গেছে, দূরদূরান্ত থেকে আসা বাংলাদেশিরা সেখানে চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছেন না।
এদিকে, দূতাবাস সূত্রে জানা গেছে, জনবল সংকটের কারণে চাহিদা অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে সেবা দেওয়া যাচ্ছে না।
অপরদিকে, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গত ১০ জুন পর্যন্ত রিয়াদ দূতাবাস থেকে এক লাখ ৫৪ হাজার ৪২৬টি মেশিন রিডেবল পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ, আঙুলের ছাপ নেওয়া ও ছবি ওঠানোর কাজ করা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, দূতাবাসে এমআরপি করার জন্য পাঁচটি মেশিন রয়েছে, যা দিয়ে দৈনিক ২৫০টি এমআরপি প্রস্তুত করতে পারে; সেখানে বর্তমানে প্রতিদিন ৭০০/৭৫০টি এমআরপি প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দূতাবাসের একজন কর্মকর্তা জানান, অনতিবিলম্বে ঢাকা থেকে কম্পিউটারসহ একটি অভিজ্ঞ টিম সৌদিতে না আসলে নির্ধারিত সময়ের মধ্যে ১০ শতাংশ প্রবাসীদেরও এমআরপি সরবরাহ করা সম্ভব হবে না।