বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।
সম্প্রতি এক বিবৃতিতে সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বলেন, জামাত-বিএনপি পরিকল্পিতভাবে সাবেক ছাত্রনেতা এনামুল হক শামীমের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।
তারা আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা যেভাবে একাত্তরে দেশের মেধাবী সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল, ঠিক আজকের দিনে এসেও তারা মেধাবী ছাত্রনেতাদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।
অনতিবিলম্বে শামীমের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
হামলার নিন্দা জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী, সামশু মিয়া, তপন চৌধুরী, তাসাদ্দুক হোসেন, ইদ্রিস আলী, আখতার জালাল, ডঃ আব্দুস সামাদ, মোঃ আজম, জাহিদ হাসান তপু, সাহাবুদ্দিন চৌধুরী, ফাইযুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রহমান মন্টু, আব্দুস সালাম, মোঃ আজিজ এবং নিউ ইংল্যান্ড যুবলীগের সালাউদ্দিন সৈকত, জিয়াউল হাসান, রকিবুল চৌধুরী রনি প্রমুখ।