নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশ হাউজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন শনিবার জাতীয় কবি ও বিশ্বকবি স্মরণে দি হেগ-এ অবস্থিত দূতাবাসের আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় লোকজন অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বাঙালির জীবনযাপন, মনন এবং চিন্তা-চেতনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতার অপরিসীম অবদানের উপর আলোচনা করেন রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।
পাশাপাশি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িকতামুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নেদারল্যান্ডসে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি শিশুদের বিভিন্ন পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণীয়। স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ-নজরুলের গান ও কবিতা আবৃত্তি উপস্থিত অতিথিরা মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন।