যুক্তরাজ্যে সরকারি কাজে সফররত সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুকে যুক্তরাজ্য সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার এসোসিয়েশন সংবর্ধনা দিয়েছে। আব্দুল আজীজের সভাপতিত্বে, তাজউদ্দিন আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, জয়নাল আবেদীন লিটন, শাহীন বখত, ছফির উদ্দিন, রফিকুর রব, আয়ূব খান রব্বানী চৌধুরী, আমীর হোসেন তালুকদার, আব্দুর শহীদ, জুয়েল আহমদ, মৃদুল কান্তি দাশ, আজহারুল ইসলাম শিপার, রেজাউল কবির, আ স ম মাসুম, কবির হোসেন লিটন, সিরাজুল হক, আতিকুর রহমান, লিলু ইসলাম, আলী আকবর, বিনু ইসলাম, মিজানুর রহমান শিপু, সারেক আহমদ, নাসির উদ্দিন, আমিরুল ইসলাম, সজিব ইসলাম, চম্পক, শাওন উদ্দিন, সায়েক আহমদ, মোস্তাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইয়ূব বখত জগলু সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, সুনামগঞ্জকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে সুদূরপ্রসারী পরিকল্পনা নেয়া হয়েছে। এরমধ্যে সুপ্রশস্ত রাস্তা, শহরে সোডিয়াম বাতি, সুইমিং পুল নির্মাণ, রিভার ভিউ, মরাটিলা কবরস্থান সংস্কার, কলেজের পাশে একটি পার্ক নির্মাণের কাজ চলছে।
সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বক্তরা বলেন, সুনামগঞ্জ শহরকে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত রাখতে মেয়র যেনো ভালো ভূমিকা নেন।