সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী চেম্বার অব কমার্স এর দ্বিতীয় দফা নির্বাচন আগামী ২৬ জুন। এর মধ্যে প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন একমাত্র বাংলাদেশি প্রার্থী ইউসুফ শরীফ। ইতোমধ্যে ইউসুফ শরীফ পেয়েছেন তার নির্বাচনী নম্বর। তার নির্বাচনী নম্বর ৮০।
গতকাল সোমবার সন্ধ্যায় আবুধাবীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউসুফ শরীফসহ ১৫ জনের একটি প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে স্থানীয় ১৩ জন প্রার্থীসহ রয়েছেন পাকিস্তানি প্রতিনিধি খান জামান সরুর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ জুন সকাল ৮ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরামহীন ভাবে আবুধাবী এক্সিভিশন সেন্টার, আল-আইন কনভেনশন সেন্টার ও বদর জায়েদ পুরুষ বিবাহ ক্লাবে একযোগে ভোট গ্রহণ চলবে। ১৩ জন স্থানীয় প্রতিনিধি ছাড়াও ২জন ভিন্ন দেশী প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।
বাংলাদেশ ও পাকিস্তানি ব্যবসায়ীদের রায় তাদের পক্ষেই থাকবে বলে জানান ইউসুফ শরীফ। তিনি নির্বাচিত হতে পারলে আমিরাতে বাংলাদেশিদের হারানো ইমেজ ফিরিয়ে আনার জন্য কাজ করে যাবার প্রতিশ্রুতি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন তিনি।