সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'আওয়ামীলীগ গণমানুষের ঠিকানা। মানুষের কল্যাণ, দেশের উন্নয়ন ও বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামীলীগ দীর্ঘ পথ অতিক্রম করেছে। এ ৬৫ বছরে দল অনেক কিছুই অর্জন করেছে। এ অর্জনগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের।' বৃহস্পতিবার আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
দুবাই ল্যান্ড মার্ক হোটেল হল রুমে দুবাই ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী শাহজাহান। এসময় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন আমিরাত আওয়ামীলীগের প্রধান উপদষ্টো প্রকৌশলী মনোয়ার হোসেন।