খাদ্য নিরাপত্তায় নারীদের উদ্বুদ্ধ করতে উন্নয়নে নারীদের অবদান, বিশেষ করে কৃষি ক্ষেত্রে এ বছর ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের নারী উদ্যোক্তা সেলিনা জাহান।
আইডিবির ৫৭ সদস্য দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের সেলিনা জাহান এ পুরস্কার লাভ করেন।
গত ২৫ ও ২৬ জুন জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী উন্নয়ন ব্যাংক’র (আইডিবি) ৪০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ অধিবেশনে সেলিনা জাহানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর আইডিবি বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য নিরাপত্তার ওপর সদস্য দেশগুলোর মধ্য থেকে ৯ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে এক লাখ মার্কিন ডলারের চেক, ট্রফি ও সার্টিফিকেট।