বিশ্বের প্রথম নারী হিসেবে গণিত চর্চার সর্বোচ্চ সম্মাননা ফিল্ডস মেডেলে ভূষিত হলেন ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি। মির্জাখানির সঙ্গে ফিল্ডস মেডেল পাওয়া অপর তিন গণিতবিদ হলেন ব্রাজিলের আর্টার অ্যাভিলা, ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মানজুল ভারগাজা এবং অস্ট্রিয়ান মার্টিন হাইরার। এই সম্মাননাকে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়।
আজ বুধবার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ফিল্ডস মেডেল বিজয়ী হিসেবে মরিয়মসহ এই তিনজনের নাম ঘোষণা করেন।১৯৩৬ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার এ পর্যন্ত পেয়েছেন ৫৬ জন গণিতবিদ। তাদের মধ্যে প্রথম নারী মরিয়ম মির্জাখানি।
পুরস্কারে ভূষিত হওয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনুভূতি প্রকাশ করে মির্জাখানি বলেন, এটি অনেক বড় সম্মান। আমি খুশি হবো এই পুরস্কার যদি কম বয়সী নারী বিজ্ঞানী ও গণিতবিদদের অনুপ্রাণিত করে। আমি নিশ্চিত সামনে আরও অনেক নারী এ ধরনের পুরস্কার লাভ করবেন।
প্রতি চার বছরে একবার দেয়া হয় গণিতের এই সর্বোচ্চ সম্মাননা। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়ন এ পুরস্কার ঘোষণা করে।