২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে বহির্বিশ্বের কলেজগুলোর মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা)। কলেজটিতে এবার পাশের হার ৯০ দশমিক ৪৮শতাংশ। কলেজটির মোট ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮ শিক্ষার্থী।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকী জানান, ফলাফল এবং জিপিএ-৫ এর দিক দিয়ে বহির্বিশ্বের কলেজগুলোর মধ্যে আমাদের কলেজ এবারও প্রথম হয়েছে।
তবে ৬ শিক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে তিনি বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এইচএসসিতে কেন অকৃতকার্য হয়েছে সেটা আমাদের বোধগম্য নয়। প্রত্যাশা ছিলো শতভাগ পাশের। ৬ শিক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে বোর্ডকে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।
এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত আরেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (বাংলা শাখা) এবারের পাশের হার হতাশাজনক। এ কেন্দ্র থেকে ৫৫ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪১ জন। শুধু এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪ জন শিক্ষার্থী। এ কলেজ থেকে কেউই জিপিএ-৫ পাননি।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সারওয়ার হোসেন জানান, আমাদের এখানে সব শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হয়।
এছাড়া খারাপ ফলাফলের জন্য তিনি শিক্ষক স্বল্পতাকেও দায়ী করেছেন।