বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলো কলকাতা। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রেস সেক্রেটারি মহম্মদ মোফাখখারুল ইকবাল, ভিসা সেক্রেটারি তোফায়েৎজ্জল হোসেনসহ একাধিক কর্মকর্তা। অনুষ্ঠানের শুরুতে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর কলকাতার ৮ নং স্মিথ লেন-এ অবস্থিত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপরাষ্ট্রদূত। সেখানে একটি প্রার্থনা সভারও আয়োজন করা হয়। বেকার হোস্টেলের ২৪ এবং ২৫ নম্বর যে ঘর দুইটিতে বঙ্গবন্ধু থাকতেন সেই ঘর দুইটিও ঘুরে দেখেন আবিদা ইসলাম সহ বিশিষ্টরা।