সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম ওরফে বাবুল (৬০) নামের এক বাংলাদেশি মারা গেছেন।
গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৮০০ কিলোমিটার দূরে রাফা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আর্মি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
নিহত আবুল কালাম সৌদি আরবের হোটেল ইন্টার কন্টিনেন্টালে চিফ স্টুয়ার্ড হিসেবে কাজ করতেন। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আখতারাইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, আবুল কালাম গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার ভোরে রিয়াদ ফিরছিলেন।
তার মৃত্যুতে হোটেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।