জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করে বাংলাদেশ দুতাবাস, কুয়েত। ১৫ আগস্ট শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসি, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের উপস্থিতিতে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনিমিত করেন। পরে দূতাবাসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রথম সচিব আব্দুল জলিল এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী।
দূতাবাসের হেড অব চ্যান্সরি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।