৮ দিন পর ১৬ আগস্ট শনিবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান ওরফে দাদা ভাই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সর্বপ্রথম ১৯৬২ সালে গঠিত 'স্বাধীন বাংলা নিউক্লিয়াস'র প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়েসী এই রাজনীতিক গুরুতর অসুস্থ হলে ৮ আগস্ট নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন 'এলমহার্স্ট হাসপাতাল'-এ ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেকশন হয়। শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয়। পিঠে যন্ত্রণাও ছিল প্রবল। এজন্যে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ প্রদান করেন।
রাজনীতিতে বরাবরই রহস্য পুরুষ হিসেবে খ্যাত সিরাজুল আলম খানকে হাসপাতাল থেকে রিলিজ করার সময় চিকিত্সকরা পরামর্শ দিয়েছেন শরীরের প্রতি বিশেষ যত্মবান হবার জন্যে।