আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নাইট উপাধি দিয়েছে ফ্রান্সের সরকার। চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন দেশবরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
ফরাসি সরকারের নাইট উপাধি দেয়াকে এক দারুণ খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী শাহাবুদ্দিন। ফ্রান্স থেকে টোলিফোনে তিনি বলেন, অবশেষে ফরাসি সরকার এই স্বীকৃতি দিয়েছে। খুবই ভালো লাগছে। এখন আনুষ্ঠানিক ঘোষণা হলেও আগামী সেপ্টেম্বরে নাইট প্রদানের অনুষ্ঠান হবে। তখনই এ বিষয়ে বিস্তারিত জানাবো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের প্যারিসে থাকা বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহাবুদ্দিনকে শেভালিয়র ডা এল'ওর্ডরে'তে (শিল্প ও সাহিত্যের জন্য নাইট) ভূষিত করা হয়েছে। এক অভিনন্দন বার্তায় ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগবিষয়ক মন্ত্রী অরলি ফিলিপেত্তি বলেন, ফ্রান্সের শিল্প-সংস্কৃতি অঙ্গণে তার অসামান্য অবদান রয়েছে। শুধু ফ্রান্স নয়, সারাবিশ্বের সংস্কৃতি ও চিত্রশিল্পে তার অনাবদ্য কাজের স্বীকৃতিস্বরূপ এই উপাধি দেয়া হচ্ছে।
কোনো ব্যক্তি সরকারি চাকরিতে কমপক্ষে ২০ বছর বা পেশাগত কাজে ২৫ বছর যুক্ত থাকার পরই কেবল ফরাসি নাইট উপাধি পাওয়ার যোগ্য হয়। এর আগে প্রখ্যাত বাংলাদেশি মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার ফ্রান্সের নাইট উপাধি পান।
উল্লেখ্য, চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে হলেও ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। শাহাবুদ্দিনের বাবা তায়েবউদ্দীন প্রধান ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তার মায়ের নাম সাইফুন্নেছা আহমেদ।
মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন শিল্পী শাহাবুদ্দিন। তার ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তিমত্তা ও উদ্দাম গতিশীল অগ্রযাত্রা রূপায়িত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশে-বিদেশে নিজের শিল্পকর্মের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।
শিল্পী শাহাবুদ্দীন ১৯৬৮ সালে পাকিস্তানের 'শ্রেষ্ঠ শিশুশিল্পী' হিসেবে 'প্রেসিডেন্ট স্বর্ণপদক' লাভ করেন। এছাড়া দেশে-বিদেশে শিল্পকর্মের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন তিনি। ২০০০ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন।