সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর আশপাশের এলাকার বিভিন্ন থানায় দুই শতাধিক বাংলাদেশি আটক আছেন। এসব বাংলাদেশিদের অনেকেই চলমান অভিবাসীবিরোধী অভিযানে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে রিয়াদের মানফুহা, হারা (হাই আল ওজারাত), বাথা, গেদিম সানাইয়াসহ (পুরাতন ইন্ডাস্ট্রিয়াল এলাকা) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশি।
নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসী হিসেবে আটককৃতদের কফিল (স্পন্সর) চাইলে জেল থেকে বের করে আনতে পারবেন। এছাড়া অতিবাহিত হওয়া সময়ের জরিমানা দিয়ে নতুন করে ইকামা বানিয়ে তারা বৈধ হতে পারবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বর্তমানে রিয়াদ এবং এর আশপাশের বিভিন্ন থানায় প্রায় দুইশতাধিক বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে শুধু রিয়াদেই আছেন ১২০ জন বাংলাদেশি। এদের মধ্যে অবৈধ অভিবাসী ছাড়াও বিভিন্ন অপরাধে আটক হওয়া ব্যক্তিরাও রয়েছেন।
রিয়াদের গভর্নর যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে সাম্প্রতিক অভিযান। আটক অবৈধ অভিবাসীদের অধিকাংশই ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। এছাড়া আটকের তালিকায় ভারত,পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলংকার নাগরিকও রয়েছেন। অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রিয়াদ পুলিশ বিভাগ।
এর আগে গত নভেম্বরে সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদি আরবে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। তবে ওই সময়ের মধ্যে বৈধ না হওয়া শ্রমিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলো সৌদি সরকার। এ সময়ের মধ্যে যে সকল প্রবাসী শ্রমিক বৈধ হননি বা সৌদি আরব ছেড়ে যাননি ওই সকল শ্রমিককে আইনের আওতায় আনতেই এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।