বাহরাইনের রাজধানী মানামায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় সড়ক পরিষ্কার করার সময় গাড়ি চাপায় তার মৃত্যু হয়।
নিহত শ্রমিকের নাম মহসিন মিয়া (৪৪)। তিনি হবিগঞ্জের বাহুবল থানার আকিলপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।
জানা যায়, মহসিন মিয়া বাহরাইনের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত। তার Cardiopulmonary resuscitation (CPR) নং-৭০১০৪৩৮৩০। বুধরার সকাল সাড়ে ৭টায় তিনি প্রতিদিনের ন্যায় মহাসড়ক পরিষ্কার করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে ওই গাড়ির চালককে গাড়িসহ আটক করে নিয়ে যায়।
বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গাড়ির ইন্স্যুরেন্স ও মালিকের পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।