ইতালীর সিসিলির রাগুসায় টিপু সুলতান নামে এক বাংলাদেশী শ্রমিককে ছুরি দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে ইতালী প্রবাসী রোমানিয়ান শ্রমিকরা। মৃত টিপু সুলতানের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার গোয়ারীভাঙ্গা গ্রামে।
টিপু সুলতানের চাচা মো. রহিম এবং তার বন্ধু জনি হক জানান, বাতানিয়া নামক এক ইতালীয়ান মালিকের কৃষি প্রকল্পে কাজ করতেন মৃত টিপু সুলতান, তার চাচা ও বন্ধুসহ আরও কিছু বাংলাদেশী। এছাড়া, এখানে কাজ করত রোমানিয়া এবং ভারতীয় ছাড়াও অন্যান্য দেশের শ্রমিকরা। কিন্তু কৃষি প্রকল্পের মালিক রোমানিয়া শ্রমিকদের ছাঁটাই করে বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেয়ায় গত ৮-৯ মাস আগে ইউলিয়ান নামের এক রোমানিয়ান ৫-৬ জন লোক নিয়ে তাদের বাসস্থানে এসে মারধর করে চলে যায়। এ ঘটনায় তারা মালিক বাতানিয়ার কাছে অভিযোগ করলে ইউলিয়ান, ইউলিয়ানের বাবা ও অন্যান্য রোমানিয়ানসহ ৮ -৯ জনের একটি দল অস্ত্র-সস্ত্র নিয়ে এসে টিপু সুলতানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।