আগামী ৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত সংস্থা ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের উদ্যোগে এই প্রথমবারের মতো নিউইয়র্কের মূলধারার মঞ্চে রবীন্দ্রনাথের গানের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আর এতে একক সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ক্যারেন সেন্ডার, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের মধ্যে এক চুক্তি সইয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারায় বাঙালি সংস্কৃতির বিকাশ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর গৌরব অর্জন করলো।
প্রায় চার মাস ধরে এই প্রক্রিয়াটি সার্থক করতে বিশেষ ভূমিকা পালন করেন লেখক ও সাহিত্যিক হাসান ফেরদৌস।
বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আই ও নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটি পরিবেশিত হবে।
ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউট এই অনুষ্ঠানটির শিরোনাম দিয়েছে ‘সঙস অব টেগোর।’
অনুষ্ঠানের তথ্য ও টিকিট সংগ্রহের জন্য অনলাইনে যোগাযোগের ঠিকানা-
http://www.worldmusicinstitute.org/event/songs-of-tagore/