ব্রিটেনে লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে এক বাংলাদেশি ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোররাতে সে মারা যায়।
নিহত ছাত্রের নাম রুবেল আহমেদ। সে সিলেট থেকে ২০১০ সালে টায়ার ৪-এর আওয়তায় ষ্ছাত্র হিসেবে ব্রিটেন গিয়েছিল। সম্প্রতি তাকে অবৈধ ছাত্র হিসেবে গ্রেফতার করে লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রুবেলের পেটে ব্যথা শুরু হলে ডিটেনশন সেন্টারের ডাক্তার তাকে দেখে ব্যবস্থাপত্র দেন। এরপর ভোররাতে তার মৃতদেহ পাওয়া যায়।
একটি সূত্র বলছে, বেশ কয়েকজন আটককৃত বাংলাদেশি ছাত্র ডিটেনশন সেন্টারে অনশন ধর্মঘট করে। এ অনশনের কারণে রুবেল মারা গেছে। তবে লিংকনশায়ার ডিটেনশন সেন্টারে যোগাযোগ করা হলে তারা সোমবার অফিস ডে-এর আগে কিছুই বলতে পারবে না বলে জানিয়েছে।