ভারতীয় উপমহাদশের নজরুল সঙ্গীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগম এবং বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমেছে গভীর শোকের ছায়া। সেখানে ফিরোজা বেগম এবং পণ্ডিত রামকানাই দাশের স্মরণে প্রবাসীদের পক্ষ থেকে একটি সর্বজনীন শোকসভা আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় উডসাইডের কুইন্স পালেসে এই শোকসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশিসহ নিউইয়র্কের সর্বস্তরের মানুষ এই শোকসভায় অংশ নিতে পারবেন।