সৌদি আরবের রাজধানী রিয়াদে চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল ৮ বাংলাদেশী। এরা সবাই দলবদ্ধভাবে বৈদ্যুতিক ক্যাবল চুরি করতো।
রিয়াদ পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ একটি চক্র রিয়াদের মালাজ, ছুলাই, মুনছুরা, রাবুয়াসহ বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন ট্রান্সফরমার স্টেশন থেকে তামার তার চুরি করে আসছিল।
এ চক্রটির সঙ্গে বাংলাদেশি ছাড়াও অন্য কোনো দেশের নাগরিক বা আরো কেউ জড়িত আছে কি না তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে রিয়াদ পুলিশ রাজধানী শিল্প এলাকায় বিভিন্ন দোকান থেকে তামার তার চুরির ১১ সদস্যের একটি গ্যাংকে গ্রেফতার করে, যাদের সবাই ছিল পাকিস্তানি।