বাহরাইনের উম আল হাসাম অঞ্চলে পিকআপ ও ট্রেলারের মধ্যে সংঘর্ষে মো. রুবেল (২৯) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রুবেল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মধ্যম গোবিন্দপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। নিহতের সেন্ট্রাল পপুলেশন রেজিস্ট্রার(সিপিআর) নং-৮৫০৩৩৮৯২১।
জানা যায়, গতকাল শনিবার রাতে উম আল হাসামে শেখ জাবের আল আহমেদ আল সাবাহ হাইওয়ে এবং শেখ ঈসা বিন সালমান হাইওয়ের মাঝে পিকআপ ও ট্রেলারের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে ।