প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ আখ্যা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসার আগেই স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিউইয়র্কে সংস্থাটির দপ্তরের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তাকে জাতিসংঘে আসতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্রের যেখানে শেখ হাসিনা যাবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা ডা. মজিবুর রহমান। বক্তব্য দেন চেয়ারপারসেনের বিশেষ উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা আব্দুস সবুর।