প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক সফররত ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে টাঙ্গাইল প্রবাসীদের এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, সজিব ওয়াজেদ জয় কে?
মন্ত্রী বলেন, জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোন সিদ্ধান্ত নেয়ারও কেউ নন। জয় শুধু উপদেশ দিতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নেয়ার মালিক সরকার।
মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিদেশে এসেছেন কামলা দিতে এবং সবসময় কামলাই দিবেন। প্রবাস থেকে প্রকাশিত পত্র পত্রিকা গুলোকে লতিফ সিদ্দিকী টয়লেট পেপার বলে আখ্যায়িত করেন। টিভির টক শোতে যারা অংশ গ্রহন করেন তাদেরকে 'টক মারানি' বলে অভিহিত করে মন্ত্রী বলেন, এদের সাথে 'চুতমারানিদের' কোন পার্থক্য নেই।
মন্ত্রী বলেন, আমি যাদের কাছে ৪ লাখ টাকা চাঁদা চেয়ে ১ লাখ পেয়েছি তাদের কোন তদবির আমি এখন রক্ষা করিনা।
একই সভায় বক্তব্য রাখতে গিয়ে লতিফ সিদ্দিকী ধর্ম নিয়েও অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, আমি হজ্ব এবং তাবলীগের ঘোর বিরোধী। আমি জামাতকে যেমন ঘৃণা করি, ঠিক তেমনি ভাবে হজ্ব এবং তাবলীগকেও ঘৃণা করি। ১ লাখ লোক হজ্বে গেলে দেশের ৫শ' কোটি টাকার অপচয় হয়।
মন্ত্রী লতিফ সিদ্দিকীর এই সব অস্বাভাবিক কথাবার্তায় সভাস্থল এর ভেতরে এবং বাইরে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হলে এক পর্যায়ে তাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর পুত্র এবং বাংলাদেশের হবু রাষ্ট্রনায়ক কে নিয়ে ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী এমন অশোভন মন্তব্য করতে পারেন বলে কেউ কল্পনাও করেননি। লতিফ সিদ্দিকীর এই কীর্তির কথা এখন 'টক অব দ্যা টাউন' এ পরিনত হয়েছে।