ইলিগ্যাল ইমিগ্র্যান্ট কম্প্রিহেনসিভ সেটেলমেন্ট প্রোগ্রামের (সিক্স পি) আওতায় বৈধতা পাওয়া শ্রমিকদের ওয়ার্ক পারমিট আর নবায়ন করা হবে না বলে জানিয়ে দিয়েছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার ডিভিশন। এতে দুঃশ্চিন্তায় পড়েছেন মালয়েশিয়া প্রবাসী বিপুল সংখ্যাক বাংলাদেশি কর্মী। মালয়েশিয়ায় সিক্স পির আওতায় বৈধতা পেয়ে কর্মরত প্রায় দুই লাখ ৬৪ হাজার বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিটের তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ডিসেম্বরে।
মালয়েশিয়া প্রবাসী কর্মী ও বাংলাদেশি কমিউনিটি নেতারা জানান, অবৈধ হয়ে গেলে জেলে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে কর্মীদের মধ্যে। ওয়ার্ক পারমিটের মেয়াদ না বাড়লে জানুয়ারি থেকে তাদেরকে পালিয়ে থাকতে হবে। আর অবৈধ হয়ে যাওয়ায় তখন কোথাও চাকরি করতে গেলে বেতন পাবে অর্ধেকেরও কম।
মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল বলেন, জানুয়ারিতে যাতে বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মীকে দেশে ফিরে যেতে না হয় সেজন্য সরকারকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করায় এইসব শ্রমিক দেশটির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তাদেরকে ফেরত পাঠানো হলে তা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা। সরকারের উচিত হবে যেভাবেই হোক তাদেরকে আবার মালয়েশিয়ায় কাজের সুযোগ করে দিতে পদক্ষেপ নেওয়া্।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৪/ রাসেল/ আহমেদ