হজ ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার রাতে রিয়াদের বাথা বাংলাদেশ কফি হাউজে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একজন মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিবিদের মুখে এই ধরনের বক্তব্য আমাদেরকে বিস্মিত করেছে। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা আরও বলেন, লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রীসভা থেকে নয়, আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কথা বলার সাহস না পায়।
প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সভাপতিত্বে এবং ফোরামের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমীন, দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল হালিম প্রমুখ।
এছাড়া সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রিয়াদ মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, রিয়াদ মহানগর সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মো. এনামুল হক ভুঁইয়া, মো. আলি হোসেন, মনির আহমেদ ভুঁইয়া এবং মানিক মিয়া।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৪/ রশিদা