সৌদি আরবে আরো তিন বাংলাদেশির হাজির মৃত্যু হয়েছে। তারা হলেন- মোহাম্মদ দেলোয়ার জাহান চৌধুরী (৬৭), আইডি নং ০৩৯২০৪০, পাসপোর্ট নং বিবি ০৬১৬২৩৯। তিনি ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। মোহাম্মদ আশরাফ হোসেন (৬৫), আইডি নং ১৪১৩০২৭, পাসপোর্ট নং বিএ ০৮২০৭৫২। তার বাড়ি কুষ্টিয়ায়। তিনি ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন এবং খন্দকার হাসানুর রশীদ (৬৩), আইডি নং ০৫৫৩০৬১, পাসপোর্ট নং বিবি ০৪৮৮২৬৬। তার বাড়ি ঢাকার তেজগাঁওয়ে। তিনি ১লা অক্টোবর মুত্যুবরণ করেন। ১লা অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হাজিদের সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩৩জন। এদের মধ্যে ২৭জন পুরুষ এবং ছয় জন নারী।
এ পর্যন্ত সৌ্দি আরবে মৃত্যুবরণ করা হাজিরা হলেন- মুন্সীগঞ্জের মোহাম্মাদ আক্তার হুসাইন (৬২), ঢাকা খিলগাঁওয়ের ফয়জুল এলাহী (৪৫), ঢাকা সূত্রাপুরের মোহাম্মাদ নুরুদ্দিন আহমেদ (৬৪), কুমিল্লা মুরাদনগরের আসমাত আলী (৭২), রংপুর তারাগঞ্জের আজিজুল ইসলাম (৬৫), চট্টগ্রাম বন্দরের শামছুন নাহার (৪৬), বগুড়া শেরপুরের মোহাম্মাদ আব্দুল আজিজ (৫৮) নরসিংদী রায়পুরার আবুল হাশেম মিয়া (৭০), নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মাদ আব্দুল হক (৬৬), ফেনী সদরের মোহাম্মাদ ইয়াকুব (৫৭), চুয়াডাঙ্গার মোসাম্মাৎ সাহানারা বেগম (৭৭), পাবনার মোহাম্মাদ আলাউদ্দিন (৬১), গাজীপুর কাপাসিয়ার মোহাম্মাদ জামাল উদ্দিন (৪৩), ফেনী ছাগলনাইয়ার দিল আফরোজ (৬২), চট্টগ্রাম হালিশহরের নাসিমা আক্তার (৩৮), নোয়াখালী সদরের মোহাম্মাদ নুরুল হোসেন (৬১) নোয়াখালী চাটখিলের তোফাজ্জল হোসেন (৫৯), রাজশাহী পবার মোহাম্মাদ শাহ্ জাহান আলী (৭৫), পাবনা চাটমোহরের মোহাম্মাদ আকবার হোসেন (৬২), নরসিংদী শিবপুরের আবুল কাশেম (৬২), চট্টগ্রাম সাতকানিয়ার আমিন উল্লাহ (৭৯), কুমিল্লা দাউদকান্দির মোহাম্মদ সাদেক (৭৪) সিরাজগঞ্জের মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), সিরাজগঞ্জ তাড়াশের মোহাম্মদ মতিউর রহমান (৬৪), নেত্রকোনা আটপাড়ার মোহাম্মদ ইব্রাহিম (৯২), নওগাঁ পরশার ফিরোজা বেগম (৬৫), ঢাকা খিলক্ষেতের শাহাবুদ্দিন মিয়া (৬৯), পিরোজপুর সদরের শাহজাহান সিকদার (৭১), ফেনী ফুলগাজীর আব্দুস সালাম (৭৭), চাঁপাইনবাবগঞ্জ রামচন্দ্রপুরের মাসুদা খাতুন (৮২)।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর ২০১৪/ আহমেদ