মালয়েশিয়া থেকে অপহূত সংসদ সদস্য এনামুর রহমানের শ্বশুর ফজলুল হককে মালয়েশিয়ান পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছে র্যাব। এদিকে অপহরণের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঢাকায় দুই জনকে আটক করেছে র্যাব। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
ঢাকার র্যাব মিডিয়া উইং এর সহকারী পরিচালক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ফজলুল হক বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশ অ্যাম্বাসিতে রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশে ফেরার পথে মালয়েশিয়া থেকে অপহূত হন বেসরকারী প্রতিষ্ঠান প্রশিকার সাবেক পরিচালক ( ফিল্ড অপারেশন) ফজলুল হক। মুক্তিপণ হিসেবে মালয়েশিয়া থেকে পরিবারের মুঠোফোনে প্রাথমিকভাবে এক কোটি টাকা দাবি করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/ আহমেদ