বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৪ সালের জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। বিভিন্ন সেক্টরে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কর্পোরেট (লিডারশিপ ও ম্যানেজমেন্ট) অ্যাওয়ার্ড, ইনোভেশন অ্যাওয়ার্ড, পারফর্মার অব দ্য ইয়ার, লং সার্ভিস ও গুড কন্ডাক্ট সেক্টরে অ্যাওয়ার্ড। মোট ১৪১ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলাদেশের মনোবিজ্ঞানী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুরস্কৃত হন। তিনি কর্পোরেট অ্যাওয়ার্ড ও পারফর্মার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। তার এই অর্জন বতসোয়ানায় পজেটিভ বাংলাদেশকে তুলে ধরেছে।
এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সেক্টরে কাজ করার উৎসাহ দেবার জন্য এই পুরস্কার প্রদান করে থাকে।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা