সারাবিশ্বের সেরা সুন্দরীদের হাট বসেছে সূর্য উদয়ের রাজ্য ফ্লোরিডার সমুদ্রস্নাত মায়ামীতে। ২৫ জানুয়ারি মায়ামীর ডরেল সিটিতে ৬৩তম বার্ষিক ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা উপলক্ষে ৮৮ দেশের ৮৮ সুন্দরী প্রতিযোগিতার ৩ দিন আগে অর্থাৎ ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই নানাভাবে নিজেদের প্রস্তুত করবেন। কারণ এবারের প্রতিযোগিতায়ও বিচারের ক্ষেত্রে শুধু দৈহিক সৌন্দর্যই গুরুত্ব পাবে না, একইসাথে প্রতিযোগীর মেধা যাচাইয়ের পাশাপাশি মানবসেবায় তিনি কীভাবে অবদান রাখবেন সে বিষয়েও জানতে চাওয়া হবে। প্রতিযোগিতার হোটেলে অবস্থানকালে তাদের চলাফেরা, আচার-আচরণ, পোশাক-আশাকের প্রতিও গভীর দৃষ্টি রয়েছে বিচারকদের। ফলাফল নির্ধারণে সবকিছুই গুরুত্ব পাবে।
উল্লেখ্য, ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লং বীচ সিটিতে স্থানীয় সুন্দরীদের মধ্যে প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু ‘সুন্দরী প্রতিযোগিতা’ পরবর্তীতে সম্প্রসারিত হয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় পর্যবসিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, প্যারাগুয়ে, মেক্সিকো, কসভো, হাইতি, ক্রোয়েশিয়া, ভেনেজুয়েলা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এঙ্গোলা, ফিলিপাইন, কোরিয়া, ব্রাজিল, হাঙ্গেরি, পেরু, উরুগুয়ে, পর্টোরিকা, ইটালি, গায়ানা, ইসরাইলের সুন্দরীসহ ৮৮ জন অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশে ২০১৪ সালে অনুষ্ঠিত সেরা সুন্দরীর মুকুট জিতেছেন।
বাম দিক থেকে মিস মেক্সিকো জসেলিন গারসিগলা, মিস ইন্ডিয়া নয়নিতা লোধ এবং মিস স্লোভ্যাক রিপাবলিক সিলভিয়া প্রসেচকভা। ছবি: এনআরবি নিউজ।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা