সংযুক্ত আরব আমিরাতের দ্বিভাষিক বাংলা পত্রিকার সম্পাদক হারুনুর রশীদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটি। বৃহস্পতিবার রাতে আমিরাতের শারজার হুদাবিয়া রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়।
আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুবাই কন্স্যুলেটের ভাইস কনসাল কিরীটি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,' যুগে যুগে যারা মানুষের জন্যে কিছু করতে চেয়েছেন তাদের নানা ভাবে বাধাগ্রস্ত হতে হয়েছে। এমনকি অর্থনৈতিক ভাবে তারা জীবনের সাথে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। অথচ সব বাধা পেরিয়ে তারা সফল হয়েছেন। '
তিনি আরো বলেন, 'সেই একমাত্র ব্যক্তি, যাকে সংবর্ধনা দেয়া যায়। তাকে চেনা যায় তার চেহারায়। কেননা, তার চেহারায় থাকে বিনয়। যা হারুনুর রশীদদের চেহারায় বিদ্যমান। তিনি তার সৃজনশীল কাজের মাধ্যমে সৃষ্টি করেছেন বাংলা এক্সপ্রেস। সৃষ্টিশীল এই ব্যক্তি প্রবাসী বাংলদেশিদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। '
বিদায়ী অতিথি তার বক্তব্যে বলেন, ' আমি গত এক বছরই পরিকল্পনা করেছি দেশে ফিরে যাবার। তাইতো আস্তে আস্তে সবার থেকে সরে যেতে চেয়েছি, একে একে সকল সংগঠন থেকেও। তবে আমার কাছে সবচেয়ে ভাল লাগছে এই ভেবে আমি সাতাশটি বছর প্রবাসে কাটিয়ে জীবিত দেশে ফিরতে পারছি। আমি কৃতজ্ঞ সকলের প্রতি, বিশেষকরে যেসব সংগঠনের সাথে ঘনিষ্ট ভাবে মিশে ছিলাম। '
কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আহাদ, নওশের আলী, পেয়ার মোহাম্মদ, জহিরুল হক, এম এ হক, ফাহিমা, শিবলী সাদিক সহ কমিউনিটির ব্যক্তিবর্গ।
বিদায়ী অতিথির স্মৃতিচারণ করে মানপত্র পাঠ করেন নাজমুল হক। পরে বিদায়ী অতিথির হাতে কমিউনিটি নেতারা তার হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন।